Tuesday, September 22, 2020

জাতীয় আয়ের অসমতার সঙ্গে চুমুর সম্পর্ক

 

ইগ নোবেল ২০২০

 ইগ নোবেল পুরস্কারটি দেওয়া হয় প্রতিবছর। নোবেল পুরস্কারের বিপরীতমুখী আয়োজন এটি। এর শুরুটা হয়েছিল ১৯৯১ সালে। হাস্যকর এবং আজব ‘আবিষ্কারের’ পরম স্বীকৃতি ইগ নোবেল। এমন সব আবিষ্কারকে এ আয়োজনে পুরস্কৃত করা হয়, যেগুলো মানুষকে প্রথমে হাসায়, তারপর মনে ভাবনা জোগায়

 

অর্থনীতি

এ বিষয়ের ইগ নোবেল পাওয়ার ক্ষেত্রে চুমু নিয়ে গবেষণা প্রাধান্য পেয়েছে। সেই গবেষণায় অংশ নিয়েছিলেন স্কটল্যান্ড, কলম্বিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ব্রাজিল, চিলি ও অস্ট্রেলিয়ার একদল গবেষক। তাঁরা দেশে দেশে জাতীয় আয়ের অসমতার সঙ্গে চুমুর কোনো সম্পর্ক আছে কি না, সেটি অনুসন্ধানের চেষ্টা করেছিলেন। আর এই চুমুরও নির্দিষ্ট প্রকার আছে। তা হলো মুখে মুখে যে চুমু খাওয়া হয়! অন্য কোনো চুমু তাঁদের গবেষণার বিষয়ে ছিল না

 

 

সূত্র- প্রথম অালো 22sept 2020 Report.


Related Posts

0 comments: